নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া,
কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি
সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-
(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন,
(খ) নির্দিষ্ট বিষয়ে দলীয় পর্যায়ে আলোচনায় অংশ গ্রহণ না করিয়া সংসদে উক্ত দলের বিপক্ষে মৌখিক (ব্যালট বা গোপন ভোট গণ্য নয়) ভোটদান করিয়া থাকেন, তাহলে নির্দিষ্ট রাজনৈতিক দলের দলীয় প্রধান যে রূপ পদ্ধতিতে অপসারিত হন সে রূপ পদ্ধতিতে নির্বাচন বিভাগের তত্ত্বাবধানে যথাযথ প্রক্রিয়ায় যদি তিনি দল হইতে বহিষ্কার হন,
তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই
কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"